-
এখন এখানে আমি, স্বদেশ
এখন এখানে আমি বিমল কুণ্ডু আমাকে আমি চিনতে পারি যখন প্রচণ্ড যন্ত্রণায় জর্জরিত হই। আমাকে আমি বুঝতে পারি যখন প্রিয়জন আমাকে কষ্ট দেয় আমাকে আমি জানতে পারি যখন গভীর রাতে ঘুম ভেঙে যায় রাতের নিঃসিম আঁধার ভেদ করে আকাশের তারাগুলি চাদর বিছানো পটের মতন চোখের আলোয় উদ্ভাসিত হয়ে জন্মের ইতিহাস বলে যায়। প্রকৃতির একটানা নিরবতায়, হঠাৎ পেঁচার ডাক অস্তিত্ব ঘোষণা করে আহত ডানায় আমাকে আমার অবস্থান স্মরণ করিয়ে দেয়। এখন এখানে আমি নিরুপায় পিতা একজন সৃষ্টির কষ্টের দায়বদ্ধ ঈশ্বর যেমন আমিও তেমন অবিরত যন্ত্রণার মাঝে খুঁজে ফিরি দুঃখের আঘাতে অতি প্রিয়জন আমার আমিত্ব জেগে ওঠে- প্রশ্ন করি কতখানি কতটুকু…