-
প্রচ্ছন্ন কুয়াশার দিন, ত্রিমোহনী, আমাদের ছোট নদী, পতঙ্গ, সহজ সমীকরণ
প্রচ্ছন্ন কুয়াশার দিন রিঙকু অনিমিখ সমুদ্রের দুঃখ তুমি কী আর বুঝবে যখন তার সমস্ত শরীরজুড়ে অশ্রুর স্বাদ! সমুদ্রের দুঃখ বুঝতে হলে আপাদমস্তক নেমে যেতে হয় তার সমস্ত জলে যদি নামো যদি তুলে ধরো খোলা চোখ অবারিত জলে তবে তুমিও লবণে প্রতারিত জেনে রেখো তোমারই চোখের অজুহাতে সমুদ্র কাঁদে আরও পড়ুন কবি রিঙকু অনিমিখের কবিতা- শোকবার্তা দ্বিধা ত্রিমোহনী বাংলাদেশ লাল টিপটি পরার আগে কিছুটা সবুজ মেখে নিও, আজকের সূর্য না হয় উঠলো তোমার কপালেই মুক্তিযুদ্ধ ন্যুনতম মানুষের খুনতম প্রতিবাদ টিয়া বাঙলাদেশের উড়ন্ত পতাকা আমাদের ছোট নদী আমাদের ছোট নদীগুলো বড় বড় ব্রিজের নীচে লুকিয়ে থাকে বালু ফোটে, বালু…