রিঙকু অনিমিখ একজন কবি ও চারুশিল্পী হিসেবে সমধিক পরিচিত। লেখালেখির বিষয় মূলত কবিতা, গদ্য ও কলাম। লেখার ক্ষেত্র মূলত ছোটকাগজ। প্রকাশিত কাব্যগ্রস্থ: বিমূর্ত মিউজিয়াম, নিষিদ্ধ সাইরেন, বসন্ত এসে ফিরে যায়, দল বেঁধেছি একা; সংকলন: প্রেমের কবিতা; সম্পাদনা: জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রেমের কবিতা ও অন্যান্য, যুক্তি-তর্কে বিমূর্ত চিত্রকলা। তিনি ১৯৮২ সালের ৫ এপ্রিল, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত  আহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!