• শ্রদ্ধাঞ্জলি
    কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

    শ্রদ্ধাঞ্জলি, সময় কি হইবে তোমার

    শ্রদ্ধাঞ্জলি তাহমিনা খাতুন   এই দিনে, আজিকার এই ক্ষণে, অনেক বছর আগে! তোমরা করে গেছ আত্মদান! ছিনে এনেছিলে ভাষার তরে অযুত সন্মান! সহনিকো তোমরা মায়ের ভাষার এতটুকু অপমান, অকাতরে রাজপথে ঢেলে দিয়েছিল তাই আপন প্রাণ! শাসকের রক্তচক্ষু তোমাদের কাছে, পায়নিকো কোন দাম! জগত তুলেছে অতুল শিখরে, তোমাদের সব নাম! আপন বুকের শোণিতে রাঙায়েছো কঠিন সে রাজপথ, আজও তাই মোরা স্মরণ করি যে, সালাম রফিক বরকত! ভাষার তরে তে আর কোন জাতি, দেয়নি বুকের খুন, তোমাদের সে খুনে বুঝি তাই, রেঙ্গে উঠেছিল আটই ফাল্গুন! শফিক, শফিউর, ওহিউল্লাহ আরও কত, অজানা নাম! তোমাদের তরে আজিও বাঙ্গালী তাই, জানায় লাখো সালাম! শিমুল, পলাশ,…

error: Content is protected !!