• প্রতীক্ষায়-আছি
    কবিতা,  কে এম আশরাফুল ইসলাম,  সাহিত্য

    প্রতীক্ষায় আছি, সখী প্রেম কারে কয়

    প্রতীক্ষায় আছি কে এম আশরাফুল ইসলাম   প্রত্যাশার কাননে প্রতীক্ষার ভুবনে ধৈর্যের তীর্থনীড়ে, তোমারই স্মরণে পথ চেয়ে আছি রঙিন মান্‌সের ভিড়ে। আসবে বলে সেই চলে গেলে প্রত্যয়ী হিয়াতে আমি, নয়ন মেলে বসে আছি মায়াবী গমনের পথ চুমি। এতটুকু ব্যতয় ক্ষণিকেও নাহি হয় পরাণের সকল দ্বারে, দিয়ে পরিচয় রাখিয়াছি সেথায় প্রেম নিবন্ধনে চিরতরে! এ মন প্রাণ করে পেরেশান মহাসিন্ধুর তাণ্ডবি কল্লোলে, স্মৃতি অম্লান মননে নয়নে শ্রীবুদ্ধ হয়েছি বয়সী বটমূলে। সাধু সন্যাসি হয়ে বারোমাসী একাগ্র ধ্যানেতে সমর্পিত মন, স্মরি অহর্নিশি ছায়া কায়াতে নিমগ্নতায় প্রকম্পিত বৃন্দাবন! গোঁফ দাড়ি অযত্নে মৃত্তিকায় পড়ি বটের শাখা মূলের মত, মেহমানদারি অকৃত্রিম বন্ধনে আপনারে হারাই অবিরত। মম আঁখি…

error: Content is protected !!