-
এক পশলা বৃষ্টি শেষে, যদি হয় ।। কবিতা ।। পূর্ণিমা হক
এক পশলা বৃষ্টি শেষে পূর্ণিমা হক জীবনের খরতা, মেঘ আর এক পশলা বৃষ্টি শেষে বাড়িয়েছি হাত জীবনের খোঁজে— যেখানে জীবনের মধ্যে জীবন মনের মধ্যে মন। আজও পাইনি কি-না জানি না, হয়তো— না পাওয়া জীবনের নীল আকাশে এখনো কালো মেঘেরা ভাসে মনের আকাশের বিশাল ক্যাম্পাসে এখনো তাদের অবাধ চারণ। আজও পাইনি খুঁজে জীবনের গভীরতা— যেখানে মনের সাথে মনের মিলনে হলদে ঘাসগুলো সবুজ হয়ে ওঠে সময়ের স্রোতে শাদা শাদা ফুল ফোটে; এখনো জীবন পায়নি ছোঁয়া সবুজের। হয়তো— অপেক্ষায় এখনো জীবন খরতা মেঘ আর এক পশলা বৃষ্টি শেষে সুন্দর সকালের। আরও পড়ুন কবি পূর্ণিমা হকের কবিতা- অষ্টাদশী মন সম্পর্ক ভেতরবাড়ির মাঠ যদি…



