-
অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন (৩য় পর্ব)
অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন (৩য় পর্ব) ‘হারামণি’ নামকরণ সম্পর্কে একটি ইতিহাস আছে। কলকাতা থেকে প্রকাশিত ’প্রবাসী’ পত্রিকায় গ্রামাঞ্চল থেকে সংগৃহীত লুপ্তপ্রায় লোকগীতি প্রকাশের জন্য একটি বিভাগ রাখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভাগের নামকরণ করেন ‘হারামণি’। এই বিভাগে লোকগীতি প্রকাশিত হত। মনসুর উদ্দীন তাঁর সংগৃহীত লোকগীতি প্রকাশের জন্য সংকলন গ্রন্থের নাম ‘হারামণি’ এখান থেকেই গ্রহণ করেন। রবীন্দ্রনাথের দেওয়া ‘হারামণি’ তাঁর সংকলন গ্রন্থের জন্যে গ্রহণ করেই ক্ষান্ত হননি, তাঁর প্রথম খণ্ড হারামণির জন্যে তাঁকে দিয়ে একটি ভূমিকা লিখিয়ে নিতে সক্ষম হন। এ পর্যন্ত মোট ১১ খণ্ড হারামণি প্রকাশিত হয়েছে। প্রকাশনা: অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীন রচিত মোট গ্রন্থসংখ্যা ৪০টি। সংকলন ১. হারামণি। প্রথম খণ্ড। প্রকাশ:…