• সন্ধ্যা-নামার-আগে
    কবিতা,  জিন্নাত আরা রোজী,  সাহিত্য

    সন্ধ্যা নামার আগে, মা

    সন্ধ্যা নামার আগে জিন্নাত আরা রোজী   দিক ভোলা সেই পথের বাঁকে উদাস মনে বসে আছে ছোট্ট খোকা একলা জনে পথটা ভূলে ইচ্ছে করে নয় তো সে, ভুলেই গেছে পথের দিশা। আঁকা বাঁক পথের ধারে পানকৌড়ি আর ভরত পাখি করছে শুধু ডাকাডাকি, দেখছে খোকা চুপটি করে। মায়ের কাছে যাবে সে সন্ধ্যা হয়ে এলো যে, একটু পড়ে আসবে ধেয়ে বনবিড়াল আর শিয়ালে এটা ভেবে কাঁদছে খোকা থেকে থেকে করুণ সুরে! এমন সময় এলো সেথায় বুড়ো এ- দরবেশ যে, বললো বাবা কাঁদছো কেন একলা বসে নিরজনে? ভয় পেয় না আমি আছি তোমার সনে। ফ্যালফ্যালিয়ে তাকিয়ে খোকা হাতটা দিল বাড়িয়ে, দাও না আমার…

error: Content is protected !!