• ভাষা-শহিদ-স্মরণে
    কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

    ভাষা শহিদ স্মরণে

    ভাষা শহিদ স্মরণে ফকির শরিফুল হক   ১৯৫২, ২১ শে ফেব্রুয়ারি আমার অহংকার বিবেক চেতনা বোধে বাংলা ভাষা সমৃদ্ধ অলংকার সেদিন ফাগুন আগুনে ভাষা সৈনিকেরা ছিলো ত্যাগি দুরন্ত দূর্বার, অ আ ই ক মা মাটি বর্ণ বাংলায় সদা সর্বর। মোহাম্মদ আলী জিন্নাহর অযাচিত ঘোষণা বাংলায় উর্দু-ই হবে রাষ্ট্র ভাষা, ছিলো মিছে সে তামাশা মূহুর্তেই বজ্র প্রতিবাদ না না, হবে না এমন আশা এ বাংলায় হবে না উর্দুর বাদ্য বয়ান, হবে হবেই বাংলার জয়গান। সমস্বর কন্ঠে ছাত্র জনতা ফুলে ফেঁপে আর্তচিৎকারে ধ্বনিত হয়, বাংলার বুকে বাস মোরা বাংলায় রই মা মাটিতে হাসি বাংলা স্বত্ত্বায় ভাসি বাংলাকেই ভালোবাসি। তাজা সে সব প্রাণে…

error: Content is protected !!