• ভালোবাসা
    কবিতা,  সাহিত্য

    ভালোবাসা

    ভালোবাসা রাফিয়া লাইজু   ভালোবাসা তুমি আছ- নবজাতকের নরম তুলতুলে হাতের ছোঁয়ায় ক্লান্ত পরিশ্রান্ত বিরামহীন মাতৃত্বের মমতায় বাবার কঠোর শাসনের আড়ালে শাশ্বত কোমলতায় ভাই-বোনের খুনসুটি আদি ও অকৃত্রিম সরসতায় আধো আধো কথা বলা শিশুর প্রথম ভাষায় শৈশব-কৈশোর-তারুণ্যের-উচ্ছ্বলতায়। ভালোবাসা তুমি আছ- নবোদিত সূর্যের ছড়িয়ে পরা নরম আলোয় বাঁক ডাকা-প্রাতের আগমনী বার্তায় প্রত্যূষে নির্মল বাতাস পাখির কলকাকলির মুখরতায় সবুজ ঘাসের ডগায় স্বচ্ছ শিশির কণায় কালপুরুষ-সপ্তর্ষিমন্ডল বাঁধভাঙা জোছনায়। ভালোবাসা তুমি আছ- প্রেমিকের না বলা কথার ব্যকুলতায় অপেক্ষারত প্রেমিকার উদ্বেগ উৎকণ্ঠায় হতাশাগ্রস্ত বেকার যুবকের একগাল দাঁড়ির বিষন্নতায় রাত জাগা স্মৃতির তোরণ রোমন্থনায় যুবকের শেষ চুমুক হেমলকের বিষাক্ততায়। ভালোবাসা তুমি আছ- জ্যৈষ্ঠের রসালো ফলের সুঘ্রাণ…

error: Content is protected !!