-
ভালোবাসার চিঠি, ভালোবাসা ডাকে ঐ, কে কাঁদে
ভালোবাসার চিঠি কে এম আশরাফুল ইসলাম জাগি নিশি জানে ঐ শশী আর মম হিয়া, নহে পড়শি ভালোবাসা নিও ওগো প্রিয়া। অর্পিত মন দেখে স্বপন যতনে আঁকি ছবি, ওগো জীবন তোমার ভাবনায় হয়ে যাই কবি। লিখে যাই ছন্দ হারাই না হারিয়ে তোমায়, আমাতে পাই অন্তরের গভীরে অতি মমতায়। ঐ আঁখি আমাকেই ডাকি অপলক বাঁধনে, হইয়া পাখি করে উতলা ঘুমে কি জাগরণে। অপরূপ সৃজন অতুল নয়ন সুকান্তি সুকেশিনী, শিল্পীত আনন লিওনার্দো পিকাসোও দেখেনি! যতই দেখি সতৃষ্ণ আঁখি সতত দেখিবারে, পিঞ্জরে পাখি করিয়া রাখিতে তাড়ার আমারে। নয়নের আড়ে যাপিত অন্তরে কুঠারে করে আঘাত, নিঃশব্দে ঝরে তাপিত অশ্রু হইয়া নায়াগ্রা প্রপাত! দোহাই সখী…