-
ভালোবাসার উপহার, যেওনা অন্য কোথাও, ফিরে এসো
ভালোবাসার উপহার কে এম আশরাফুল ইসলাম ভালো লাগে তাই ভালোবেসে যাই ভাবনায় হই হারা, ঠিকানা জানাই হৃদয় আকাশে হয়ে আছো ধ্রবতারা। চির অনির্বাণ তুমিই প্রিয় প্রাণ কল্পিত আরাধ্য নীড়ে, দীপ্ত নিশান উড়ায়ে চলি এ জীবনের তীরে তীরে। এই যে আঁখি তৃষিত পাখি প্রত্যাশার পাখায় ভর, প্রণয় রাখী দিয়ে বাঁধি ভালোবাসার নব ঘর। সেই ঘরে রহিবো চিরতরে যেখানে দু’জনায়, পরম আদরে সুখের জীবনে হারাবো আপনায়। নহে ফুল কোনো ভুল সুরম্য অট্টালিকার স্বপন, তুমি অতুল প্রশান্ত চিত্তের স্পন্দিত আরাধ্য জীবন। এই মন এই জীবন মরমে থাকা যত ভালোবাসা, প্রিয়জন তুমিই আমার নিও উপহার মিটিবে তিশা। আরও পড়ুন কে এম আশরাফুল ইসলামের…



