• বিল-গাজনার-চিল
    কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    বিল গাজনার চিল

    বিল গাজনার চিল মযলুম মুসাফির   আমি ভাই এক বিল গাজনার পাখি, গোপন কথাটি বুকের ভিতরে রাখি। বাসা বেঁধে করি বাস গাজনায় বারোমাস পাখা মেলে মেলে দু’চারটি মাছ ধরি এমনি করেই শূন্য উদর ভরি। হাটখালী যাই, যাই যে সৈয়দপুর, সাগতা,বাদাই যদিও বহুতদূর দেখি সব ঘুরে ঘুরে আমার দৃষ্টি জুড়ে দুলাই,উলাট আর রহে খয়রান, সমস্ত গাঁ’র আমি এক মেহমান। কভু যাই আমি বোনকোলা ও দুরিয়া, বদনপুর,শাড়িরভিটা দেখি ঘুরিয়া আমার ইচ্ছে যত মিটাই মনের মত কামালপুরের হাটের গাছেতে বসে, দেখে নেই কেবা মুরগীর ছানা পোষে। মনে নাই ঠিক মাসটি হয়তো মাঘ, হাকিমপুরটি ফেলিয়া ভাদরভাগ। সেই গাঁয়ে কিছুক্ষণ বসে বসে করি পণ বিশ্রাম…

error: Content is protected !!