• এ-ক্রান্তিকাল-শেষে
    কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

    এ ক্রান্তিকাল শেষে

    এ ক্রান্তিকাল শেষে ফকির শরিফুল হক   যদি এ ক্রান্তিকাল শেষ হয় একদিন, যদি বেঁচে যায় দূর্নীতি ঘুষখোর লুটেরা যারা আজ অতি সাধু সন্ন্যাসী ভবে লেবাসি মানবতা শেখায়, যদি বেঁচে যায় ঐ দাম্ভিক রাজা মহারাজ যার ইশারায় নিমিষেই ধ্বংস হয় আফগান ফিলিস্তিনের মানচিত্ৰ বুক। যদি বেঁচে যায় ঐ মারণাস্ত্র প্রযুক্তির দৈত্য দানবেরা যারা কথায় আনবিক বোম হয়ে ফোটে শাস্তির বুকে, যদি বেঁচে যায় তারা, যারা শান্তির কাশ্মীরকে সীমার দোহাই দিয়ে মানবতাকে বারবার করছে জখম! যদি বেঁচে যায় পেশিবাহু বিশ্ব নীতি নির্ধারকেরা তবে জলবায়ু বায়ুমণ্ডলে পরবে আবার অশনি আদেশ, পুড়বে হাজার মাইল বন, কার্বনডাই-অক্সাইডে বন্ধ হবে পৃথিবীর দম, হাজারো বোবা উটের…

  • ফকির-শরিফুল-হক
    লেখক পরিচিতি,  সাহিত্য,  হাকিমপুর,  হাটখালি

    ফকির শরিফুল হক

    ফকির শরীফুল হক ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম তাঁর পৈতৃক নিবাস। পারিবারিক জীবন: ফকির শরীফুল হক হাকিমপুর ফকির বাড়ির সন্তান। পিতা মো. হবিবুর রহমান ফকির এবং মাতা সালেহা বেগম। বাবা কৃষক আর মা গৃহিণী। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি একই উপজেলার চরদুলাই গ্রামের রিক্তা পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাহরিয়ার হক রিদান নামে এক ছেলে সন্তান রয়েছে তাঁদের। শিক্ষাজীবন: ফকির শরীফুল হকের পড়াশোনার হাতেখড়ি হয় হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ…

error: Content is protected !!