-
প্রেমের পরশ, আমার গানের পাখি
প্রেমের পরশ পথিক জামান তোমার প্রেমের পরশ, আমার বুকে কাঁটা হয়ে ফোঁটে কখনো তা হয় সরস। প্রেমের এ কেমন ধারা, প্রেমের পরশ পেয়েছে যেজন বাঁচিবে না প্রেম ছাড়া। ওগো মোর প্রেম বালা, প্রেম-প্রেম খেলা খেলিও না আর বাড়িও না প্রেম জ্বালা। তোমার প্রেম যে আগুন কখনো বুকে রক্ত ঝরায় কখনো তা হয় ফাগুন। জানো না তোমার প্রেমের দহনে নিশিদিন আমি দহি, সব জ্বালা আমি বুক পেতে নিয়ে চুপ করে সবই সহি। আমার কাব্য রানী, চুপি চুপি মোর মন্দিরে এসে শোনাও মধুর বাণী ওগো প্রেম সুন্দরী, সব কিছু মোর অবহেলা করে মনটা করিলে চুরি। আমার পরাণ পাখি, তোমার ছাড়া ফুল…