-
পদ্মপারুর ইচ্ছা
পদ্মপারুর ইচ্ছা প্রদীপ্ত দেলোয়ার ইচ্ছা আমি যখন-তখন যা খুশি তাই করি, ইচ্ছাটাকে আটকাবে কে পায়ে বেঁধে দড়ি? তাইতো আমি ইচ্ছা করি আকাশ-কুসুম স্বপ্ন বিশ্ব সেরা ধন্য লোকে হবো আমি গণ্য। লেখা-পড়ার চেষ্টা করি আড্ডাবাজির মাঝে, আড্ডাবাজি বন্ধুর সাথে থাকি সকল কাজে। পড়া-শুনার ইচ্ছা আমার মনে-প্রাণে বাজে, সব সময়ই পড়াশুনা আমার কি আর সাজে? ইচ্ছা নিয়ে শত লোকের শত শত বাণী। কথায় কথায় সব লোকে কয়, ইচ্ছা থাকলে হয় গো উপায়, সব সময়ই সত্য কি হয় ? ইচ্ছা আমার খুব মধুময়। ইচ্ছারা সব রঙ্গীন হয় নিত্য নতুন সাজে, হবো আমি শ্রেষ্ঠ গুণী বসুন্ধরার মাঝে। ইচ্ছা যদি মনে জাগে হবো আমি কবি,…
-
বোনকোলা গ্রাম পরিচিতি
বোনকোলা গ্রাম পরিচিতি: বোনকোলা পাবনা জেলার সুজানগর উপজেলার একটি সুনামধন্য গ্রাম। গ্রামটি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অনেকটা মধ্যভাগে অবস্থিত। সুবিশাল আয়তন নিয়ে অনাবিল সৌন্দর্যের গাজনার বিল ঘেঁষে, ব্যস্ত বাজার, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংক নিয়ে বীর দর্পে স্থিত রয়েছে নামকরা এ গ্রামটি। গ্রামের ইতিহাস ও নামকরণ: বোনকোলা গ্রামের নামকরণের ইতিহাস তেমন কিছু জানা যায় না। তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুসারে গ্রামটি অনেক পুরাতন। নির্ভরযোগ্য কিছু বয়োবৃদ্ধ লোকদের নিকট জিজ্ঞাসাবাদ করে জানা গেলো, বহু আগে পদ্মা নদীর উত্তর পারের কোল ধরে বন-খাগড়ায় আবৃত্ত ছিলো। কিছু মানুষ এই বন কেটে জনবসতি শুরু হয়, এই জনবসতি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই…