-
বোনকোলা গ্রাম পরিচিতি
বোনকোলা গ্রাম পরিচিতি: বোনকোলা পাবনা জেলার সুজানগর উপজেলার একটি সুনামধন্য গ্রাম। গ্রামটি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের অনেকটা মধ্যভাগে অবস্থিত। সুবিশাল আয়তন নিয়ে অনাবিল সৌন্দর্যের গাজনার বিল ঘেঁষে, ব্যস্ত বাজার, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংক নিয়ে বীর দর্পে স্থিত রয়েছে নামকরা এ গ্রামটি। গ্রামের ইতিহাস ও নামকরণ: বোনকোলা গ্রামের নামকরণের ইতিহাস তেমন কিছু জানা যায় না। তবে স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুসারে গ্রামটি অনেক পুরাতন। নির্ভরযোগ্য কিছু বয়োবৃদ্ধ লোকদের নিকট জিজ্ঞাসাবাদ করে জানা গেলো, বহু আগে পদ্মা নদীর উত্তর পারের কোল ধরে বন-খাগড়ায় আবৃত্ত ছিলো। কিছু মানুষ এই বন কেটে জনবসতি শুরু হয়, এই জনবসতি ধীরে ধীরে বাড়তে থাকে। আর এই…