• পদ-শব্দ-মিলিয়ে-যায়; amadersujanagar.com
    আবু জাফর খান,  কবিতা,  সাহিত্য

    পদ শব্দ মিলিয়ে যায়

    পদ শব্দ মিলিয়ে যায় আবু জাফর খান   আগে যেখানে ঘর ছিল শালবনের গা-ঘেঁষে এখনও সেখানেই আছে, বারান্দা ডিঙিয়ে উঠোন, উঠোনের পাশে পরাশ্রিত লতাগুল্ম, সটিগাছ, তারপর দখিনের মাঠ… হিম হাওয়া পাক খায় পুবে, পশ্চিমে। আগে যেখানে দৃষ্টি ছিল এখনও সেখানেই আছে, খুব ভোরের গোলাপি উষ্ণতা পার হয়ে ভাঁটফুল পথে শালবনের দিকে হেঁটে যাওয়া; এখন সময়ের পলেস্তরা খসে খসে হাঁটাপথ রুদ্ধ দৃষ্টিজুড়ে তেতো বিষণ্ণ সোপান। মেঘের আষাঢ়- শব্দ ভাঙে তেঁতুল পাতায়, চৌকাঠের ওপাশে অদৃশ্য কারও দীর্ঘশ্বাস দরজায় দাগ রেখে যায়, সে আমার মিয়ানো ঢেউ। ভিজে ওঠা মন খেয়ালি ভাবনাগুলি রাত্রিদিনের ঝুঁকে পড়া অন্বেষণ হারিয়ে যাওয়া ঘণ্টার ধ্বনি মন্দির আঙিনায় খুব ভোরের…

error: Content is protected !!