-
স্বর্গসুখ, নীড়হারা এ হৃদয়, শহুরে ছোঁয়া
স্বর্গসুখ মো. হাতেম আলী সাধ জাগে মা দেখবো তোকে ধারের কাছে পাই না খুঁজে ; ও তুই থাকতি মাগো যে ঘরখানায় সে ঘরখানা ফাঁকাই আছে। মাগো তোকে ছাড়া একা একা আঁধার ঘরে যায় না থাকা- আমি অন্ধকারে রাত-দুপুরে চমকে উঠি ঘুমের মাঝে। তাইতো দুঃখে সারা রাত্রি কাটে পোড়া চোখে ঘুম না আসে….।। আমার বদনখানি অশ্রুধারায় সিক্ত হয় মা তুই না থাকায় ; আমি দূঃখের নদী সাঁতরে ফিরি দরদী কেউ নেই মা হেথায়। এই বুকে খরস্রোতা নদী বইছে মাগো নিরবধি – আমার চতুর্দিকে থৈ থৈ পানি তবুও কেন প্রাণ না জুরায়। মা তুই সর্ব রোগের মহা-ঔষধ স্বর্গ-সুখ যে তোরই ছোঁয়ায়…।…