-
মরা নদী, শ্রেষ্ঠ মানুষ, শিক্ষা গুরু
মরা নদী মো. হাতেম আলী ফেলে আসা স্মৃতিগুলো মরূঝড়ে এলোমেলো নিমিষে হারিয়ে গেলো ভালোবাসার ঘর। তুমিহীনা এ জীবন বাকহীন সারাক্ষণ অনুভবে এ-ভূবন ধু-ধু বালুচর। এক ডালে দুটি ফুল বাতাসে খেলেছি দোল হাসি-গল্পে মশগুল থাকতাম দু’জনাতে। কি এমন ছিল ভুল যার লাগি ভাঙে কুল ভেবে হই বিহ্বল জেগে নিশী রাতে। পাষাণে বাঁন্ধিয়া হিয়া গেলি বন্ধু পর করিয়া কাঁন্দি বসে তোর লাগিয়া বিষন্ন বদনে। করি আমি এই মিনতি কিঞ্চিৎ সময় থাকে যদি দেখে যেও ভরা নদী শুকাইছে যৌবনে…! আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- পাশ্চাত্য শিক্ষা সুশিক্ষার অভাব মানুষ সৃষ্টির সেরা জীব শ্রেষ্ঠ মানুষ উঁইপোকা তুই ভালোই ছিলি মাটির ডিবিতে…
-
শূন্যতা, সাধ ছিল মা
শূন্যতা মো. হাতেম আলী স্বপ্ন দেখেছি কাছে ডেকেছি ঘর বেঁধেছি,সখি তোর সনে; ওগো রূপসী ভালো বেসেছি ছবি এঁকেছি,বসে নির্জনে। ফোঁটা কাননে মোরা দু’জনে সুখালাপনে,কাটিতো দিন ; বিনি কারণে সখি এ মনে কি যে দহনে,করিলি লীন। ঐ দু’চোখে কিনা কি দেখে তুই আমাকে,করিলি পর ; আজও বুঝিনি ওগো অভিমানি কেন যে হইলি, স্বার্থপর..? তুই বিহনে ভেজা নয়নে তুষিত মনে,বসে যে রই ; স্মৃতির পাতায় কত যে কথা মনেরই ব্যথা,কারে বা কই। বল না দেখি তুই ও সখি দিয়ে যে ফাঁকি,ভাঙলি ঘর ; বুকে হাত রেখে বল আমাকে আছিস কী সুখে,করে তুই পর। যদি কোনদিন হয় গো মলিন বাজে বিষ বীণ,…
-
ভালো থাকিস মা, ডিজিটাল শিক্ষা, কাগজের ফুল
ভালো থাকিস মা মো. হাতেম আলী ভালো থাকিস মা রে তুই, ভালো থাকিস মা তোর অবর্তমানে কিছুই ভালো লাগে না ভালো থাকিস মা উপরে- ভালো থাকিস মা… তোর উদরে দশ মাস দশ দিন করছিলি ধারণ কত কী যে খাওয়া মা তোর ছিল রে বারণ। মাগো আমায় ভালো রাখবি বলে- নিজের কথা ভাবলি না…। জন্মের পরে পিতৃহারা হলাম মা যখন আদরে সোহাগে আমায় করিলি যতন। পিতার অভাব কোন দিনই- বুঝতে দিসনি মা …। দু’বছর হল তুই ছেড়েছিস ভুবন বুঝেছি মা তুই বিনে মোর কেউ নয় আপন। এখন তোর কথা মনে হলে- ঘরে রইতে পারি না…। আরও পড়ুন মো: হাতেম আলীর…
-
একুশ মানেই স্বাধীনতা, অচিন পাখি, আত্মবিলাপ
একুশ মানেই স্বাধীনতা মো. হাতেম আলী একুশ মানে বাঁচার ভিত বীর বাঙালীর অহংকার। একুশ মানে স্বপ্ন বুনন পথ দেখালো স্বাধীনতার। একুশ মানে শিশুর মুখে প্রথম শোনা মিষ্টি ভাষা। একুশ মানে ভায়ের রক্তে বন্দী প্রাণে মুক্তির আশা। একুশ মানে শিশুর মনে গল্প-ছবির বর্ণমালা। একুশ মানে ফাগুন মাসের আগুন ঝরা বরণডালা। একুশ মানে তাজা প্রাণের রক্ত রাঙা রাজপথ। একুশ মানে মনের চেতনা সত্য ন্যায়ের দীপ্ত রথ। একুশ মানে হার না মানা শহীদ স্মৃতির দৃশ্যপট। একুশ মানে মায়ের ভাষায় বলতে স্বাধীন মতামত। আরও পড়ুন মো: হাতেম আলীর কবিতা- স্বর্গসুখ কাগজের ফুল সাধ ছিল মা আত্মবিলাপ স্বার্থের পৃথিবীতে দলবল নিয়ে সাথে ঘুরতেছি…
-
স্বর্গসুখ, নীড়হারা এ হৃদয়, শহুরে ছোঁয়া
স্বর্গসুখ মো. হাতেম আলী সাধ জাগে মা দেখবো তোকে ধারের কাছে পাই না খুঁজে ; ও তুই থাকতি মাগো যে ঘরখানায় সে ঘরখানা ফাঁকাই আছে। মাগো তোকে ছাড়া একা একা আঁধার ঘরে যায় না থাকা- আমি অন্ধকারে রাত-দুপুরে চমকে উঠি ঘুমের মাঝে। তাইতো দুঃখে সারা রাত্রি কাটে পোড়া চোখে ঘুম না আসে….।। আমার বদনখানি অশ্রুধারায় সিক্ত হয় মা তুই না থাকায় ; আমি দূঃখের নদী সাঁতরে ফিরি দরদী কেউ নেই মা হেথায়। এই বুকে খরস্রোতা নদী বইছে মাগো নিরবধি – আমার চতুর্দিকে থৈ থৈ পানি তবুও কেন প্রাণ না জুরায়। মা তুই সর্ব রোগের মহা-ঔষধ স্বর্গ-সুখ যে তোরই ছোঁয়ায়…।…