• নিঃসঙ্গ-ভাবনা
    কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

    নিঃসঙ্গ ভাবনা, স্বপ্নভঙ্গ, মায়া, তৃপ্ত মন

    নিঃসঙ্গ ভাবনা জাহাঙ্গীর পানু    ভাবনাগুলো আজকে সবে অঙ্কুরিত হয়েছে হৃদয়ের মনিকোঠায় আসন পেতে বসবে নাকি ঠায় দাঁড়িয়ে থাকবে আমন্ত্রণের জন্য। নিজেকে বড্ড বেশি একাকিত্ব মনে হয়।   স্বপ্নভঙ্গ অবারিত মন আমার উন্মুখ হয়ে চায়। ভোরে ফোটা স্বপ্নগুলো সাঁঝেই ঝরে যায়।।   মায়া নিঃস্তদ্ধ আমি চেয়ে থাকি শূন্য গগন পানে একদিন যাবো চলে এ পৃথিবীর মায়া ছেড়ে। রেখে যাবো সব স্মৃতিমধুর দিনগুলো প্রিয়জনদের ঘ্রাণে।   তৃপ্ত মন জোছনা ভরা গভীর রাতে স্বচ্ছ কালো দীঘির জলে জলকেলি আর পুণ্য স্নানে আমরা দুজন দাঁড়িয়ে শানে।। অবগাহনের চুম্বক টানে শরৎরাণীর হৃদয় প্রাণে। পূর্ণ হলো মন বাসনা ধন্য হৃদয় তৃপ্ত কায়া।। আরও পড়ুন কবিতা-…

error: Content is protected !!