• দোয়েল পাখি
    কবিতা,  পথিক জামান,  সাহিত্য

    দোয়েল পাখি, নির্ঘুম রাত কাটে, সেই ছেলেটি

    দোয়েল পাখি পথিক জামান   দোয়েল পাখি, ভোরের আলো ফুটতে না ফুটতেই তোমার উপস্থিতি অনুভব করি ভোরের অন্ধকারে, তুমি অদ্ভত চঞ্চলা পলে পলে এ গাছে ও গাছে- আমার বাড়ির আঙিনায় তোমার ফুরুত ফুরুত পাখনার শব্দ প্রতিদিন কানে বাজে – আমি অপলক চেয়ে থাকি তোমার ধূসর কালো চঞ্চল দুটি ডানার দিকে। প্রকৃতির কোলে তুমি অনিন্দ্য সুন্দর এক তিলক রেখা- আলকুশি গাছটায় প্রতিদিন তোমায় দেখি সকাল সন্ধ্যায়। তোমাকে ভূষিত করেছি জাতীয় পাখির বিশাল উচ্চ মর্যাদায় জাতীয় জীবনে তুমি এক নতুন অধ্যায়- তোমাকে প্রতিদিন দেখি আলকুশি গাছটায়। ভোরের আলো ফোটার আগে তোমাকে চিরদিন দেখতে চাই – আমার বাড়ির আঙিনায় চিরচেনা আলকুশি গাছটায়। আরও…

error: Content is protected !!