• যৌবন-এখন
    কবিতা,  পূর্ণিমা হক,  সাহিত্য

    যৌবন এখন, দেখে নিও তুমি

    যৌবন এখন পূর্ণিমা হক বড়ো হয়ে গেছি আমি শৈশবের স্মৃতিগুলো কেঁদে ফিরছে আহত যৌবনকে দেখে। জীবনকে উপহার দিয়েছে যৌবন বিষময় একটা নীলাভ পার্সে, জীবনের সব অস্থিরতাগুলো এখন আমি পার্সে ভরেছি, সেটা আমার চলার সঙ্গী। বড়ো হয়ে গেছি আমি এখন যৌবন আমার কাছে জ্বলন্ত সিগারেট জীবনের ছাই, নোংরা এ্যাস্ট্রে। শৈশবের স্মৃতিগুলো তাই কেঁদে ফিরছে যৌবন এখন আমার তারুণ্যের উচ্ছৃঙ্খলতা মনের নানান জটিলতা বিষিয়ে ওঠা নিরস প্রাণ। বড়ো হয়ে গেছি আমি- যৌবন এখন আমার কাছে ভালোলাগা-ভালোবাসার ক্রমাগত দ্বন্দ্ব বিষাদের জীবন্তিকা খাম খেয়ালির বর্ধিত বছর পাওয়া না পাওয়ার বেদনার সাগরে উলঙ্গ স্মৃতিগুলোর অবাধ সাঁতার। আমার শৈশবের সবুজ মেঠোপথে যৌবন ফেলেছে বিষাক্ত কাঁটা, আমার…

error: Content is protected !!