• দুর্বিনীত-পুত্রগণের-প্রতি
    কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

    দুর্বিনীত পুত্রগণের প্রতি

    দুর্বিনীত পুত্রগণের প্রতি তাহমিনা খাতুন   হে পুত্রগণ! পৃথিবীর বলদর্পী পুত্রগণ হিংস্র, নিষ্ঠুর, অহমিকায় অন্ধ পুত্রগণ। অমিত বিক্রমে, দাম্ভিক পদভারে কাঁপাও মেদিনী জলে, স্থলে, অন্তরীক্ষে তোমার অবাধ, সদর্প বিচরণ, পুরুষ তুমি, আপন শক্তিমত্ততায় বিভোর ধরনীর বুকে কেহ নাই সমকক্ষ তোমার। কর তুমি তাই যাহা সাধ জাগে কেহ নাহি পারে নিবারিতে তোমায়, হে পুত্রগণ! কেহ নাহি জগতের পরে দমিতে তোমায় ক্ষমতা তোমার অসীম, প্রদর্শিছ তাহা অবিরাম জগত দেখিছে তোমার উল্লম্ফন, প্রতিক্ষণে, প্রতিটি প্রহরে। ধরনীর বুকে হেরিতে তোমার বিক্রম দর্শক বানায়েছ নিজ মাতায়, যাহার জঠরে লভেছিলে ঠাঁই নয়টি মাসের তরে যাহার উদরে লভি আশ্রয়, বাড়িয়াছ দিনে দিনে শোনিত নিঙাড়ি গড়িয়াছ আপন অবয়ব…

error: Content is protected !!