-
আমার চাঁদ, মাটির আলো, অন্তরে সোনালি আলো, দুরুদুরু
আমার চাঁদ খোন্দকার আমিনুজ্জামান তুমি আমার চাঁদ, চাঁদের জ্যোৎস্না আরও আছে কতশত মধুর দ্যোতনা, কতো ভাবনা। তুমি ভালো লাগার অধিক কিছু তাই মন ছুটে যায় তোমার পিছু মনটা আমার প্রাণে রহে না। ভোরের আর্দ্র বাতাস তুমি, তুমি শিউলির সুবাস আরও অনেক বাড়তি কিছু ভাষায় যায় না প্রকাশ সারাটাক্ষণ মন ছুঁয়ে যায় তোমারই কল্পনা। মাটির আলো এক মাটির আলো আমায় করলো এলোমেলো দিবানিশি প্রতিবেশী এমন আলো জ্বালাইলো মনটা আমার ঝলোমলো পাগল বুঝি বানাইলো এক মাটির আলো। অনস্ত অতুল তুলনা তার নাইরে ভুলিতে পারি না ভোলা কি যায়রে কী যে হয়ে গেল হৃদয় করে টলোমলো। সেরা তুমি সুন্দর তুমি সুর-ছন্দের…