• তোমার-প্রতীক্ষায়
    কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

    তোমার প্রতীক্ষায়

    তোমার প্রতীক্ষায় ফকির শরিফুল হক আজ বছর সাতেক তোমার সাথে আমার দেখা নেই শেষ দেখাটা বেশ মুধুর ছিল, লাল আঁচল শাড়িতে প্রিয় ছোট্ট কালো টিপ কাজল চোখ আর হালকা লিপস্টিকে চিকন ঠোঁটে এলোকেশে প্যাঁচানো রজনীগন্ধার খোঁপায় দারুণ লাগছিল তোমায়। এক জেলাতে বাস করেও যেন আজ তুমি কত দূরে! শেষ কথাটাও বছর তিনেক আগে অপরিচিত নাম্বার থেকে ‘হ্যালো’ বলে দু’মিনিটের আলাপনে- কেমন আছ, কোথায় কী করছ? বউ বাচ্চা নিয়ে আছ তো বেশ! সহসাই আমার প্রশ্ন, তুমি কেমন আছ, হঠাৎ এতদিন পর? তোমার ছেলেটা কেমন আছে? কোন ক্লাসে এখন? তোমার স্কুল কেমন চলছে? নিরুত্তর নিঃশব্দ দীর্ঘশ্বাস আছি বেশ চলে যাচ্ছে! ঠিক আছে…

error: Content is protected !!