• তোমার-প্রতিক্ষায়
    কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    তোমার প্রতিক্ষায়, তুমি যদি আমায় ভালোবাসো

    তোমার প্রতিক্ষায় মযলুম মুসাফির   প্রহর কাটে না তাই চেয়ে থাকি ঐ দূরপথ পানে, কত ভালোবাসা লালন করেছি মনের মধ্যিখানে। কত ফুল আমি খোঁপায় পড়েছি কত যে হাসনাহেনা, তোমার বার্তা দিয়েছে আমায় নীল দরিয়ার ফেনা। তোমায় বরণ করবো আমি সুমধুর গানে গানে, কিছু রঙ আমি ধার চেয়েছিনু আকাশের কানে কানে। কতকিছু চাই লাজে মরে যাই আমি যে অবলা বালা, গেঁথেছি বসিয়া যতন করিয়া বকুল ফুলের মালা। নীরবের মাঝে সরব হৃদয়, হবে যে মাল্যদান, আকাশ আলোকে অপলক চোখে পাখিরা গাহিবে গান। তোমার তরেতে নির্ঘুম কাটে কত মিশকালো রাত, হৃদয়ে তুলেছে ফেনিল তুফান প্রবাল ঝঞ্ঝাবাত। তুমি যদি হও সোনার হরিণ আমি তীর্থের…

error: Content is protected !!