-
কে ভালোবাসে, প্রেমিকের প্রতিদান, তুমিই শিখালে ভালোবাসিতে
কে ভালোবাসে কে এম আশরাফুল ইসলাম যে ভালোবাসে ভুলেও নাহি নাশে অর্পিত যে প্রাণ, রয় আবেশে তাহাতেই মিশে হলেও ব্যবধান! যতই দূর তিক্ততায় মধুর তাপিত হিয়াখানি, পথ বন্ধুর হৃদয় অভিসারে করে কানাকানি! মন মুকুরে রয় অদূরে নিকট নিকটতর, ক্রীড়া করে ভাবনায় এসে অন্তরে অন্তর! কে দেখে তা হৃদয়ের মিতা সুবাসি ফুলের কায়া, স্মৃতির পাতা বসন্তবায়ে কাঙ্ক্ষিত বৃষ্টির মায়া। যত না সরল ততই বিরল ভুলে থাকাটাই কঠিন, প্রীতির শিকল বাঁধিয়া বাঁধনে হাঁকায় চিরদিন। ভালোবাসা কাঙ্ক্ষিত বাসা এ নহে কচু’র নীর, অন্তিম তিশা করে ফেরারি অনুতপ্ত নিয়তির। থাকিলেও দূরে তাহারেই মনে পড়ে প্রণয় প্রচ্ছদপটে, তাই আঁখি ঝরে ভালোবাসিতে তারে মরমের তটে…