• ঢাকা-শহর; amadersujanagar.com
    কবিতা,  তাহমিনা খাতুন,  সাহিত্য

    ঢাকা শহর

    ঢাকা শহর তাহমিনা খাতুন   অনেক বছর আগে! নিয়াছিনু ঠাঁই এই শহরে, অনেক ভালোবেসে! দেখেছিনু সমাহিত, শান্ত রূপটি তাহার! সে রূপে মুগ্ধ হয়েছিনু, মন হয়েছিল বিভোর আমার! গভীর এক ভাল লাগায় আত্মহারা হয়েছিল হৃদয়ের কূল! শান্ত, স্নিগ্ধ পল্লী শ্রী বিরাজিত, ভাল লাগার শহরে! মন ভরিয়া দিত আম, জাম আর কাঁঠালের ছায়া! ভোরের পাখির কাকলী কুজন, কেবলই বাড়াতো মায়া! পথ চলতি কুড়ায়েছি ঝরা বকুল, হাতে নিয়ে লভিয়াছি স্নিগ্ধ সুরভী তাহার! হেরিতাম বাদল দিনে কেতকি, কদম মোর বাতায়নে বসি সাঁঝের মায়ায় ডাহুকের ডাক কানেতে আসিত ভাসি! কোথায় হারালো আমার সেই ভালোবাসার শহর? বুঝি সে পথ হারায়েছে উড়াল সড়কে! আকাশ ছুঁয়েছে অট্টালিকার সারি!…

error: Content is protected !!