-
ভালো থাকিস মা, ডিজিটাল শিক্ষা, কাগজের ফুল
ভালো থাকিস মা মো. হাতেম আলী ভালো থাকিস মা রে তুই, ভালো থাকিস মা তোর অবর্তমানে কিছুই ভালো লাগে না ভালো থাকিস মা উপরে- ভালো থাকিস মা… তোর উদরে দশ মাস দশ দিন করছিলি ধারণ কত কী যে খাওয়া মা তোর ছিল রে বারণ। মাগো আমায় ভালো রাখবি বলে- নিজের কথা ভাবলি না…। জন্মের পরে পিতৃহারা হলাম মা যখন আদরে সোহাগে আমায় করিলি যতন। পিতার অভাব কোন দিনই- বুঝতে দিসনি মা …। দু’বছর হল তুই ছেড়েছিস ভুবন বুঝেছি মা তুই বিনে মোর কেউ নয় আপন। এখন তোর কথা মনে হলে- ঘরে রইতে পারি না…। আরও পড়ুন মো: হাতেম আলীর…