-
গন্ধরাজ, গোলাপ ফুল
গন্ধরাজ তাহমিনা খাতুন গন্ধরাজ! সুবাসের রাজা তুমি, এক অপরুপ ফুল, স্নিগ্ধ, পবিত্র রুপটি তোমার, নাহি যার তুল! বর্ষার বারি ধারা যবে, পড়ে ঝরি অবিরল তোমার শাখায়! সবুজে, সাদায় গলাগলি করি ওঠো জাগি অসীম উচ্ছলতায়! বর্ষার ধারা সনে মিতালী তোমার, বিমোহিত হয়ে হেরি, তব পুষ্পের বাহার! শোভা সুষমা আর সুরভিত আবেশ, দেখা শেষ হয় তবু, না যেন ফুরায় ভাল লাগার রেশ! জগত জুড়িয়া এমন রুপ বুঝি, কেহ খুঁজিয়া নাহি পায়, ডুবিয়া থাকিতে চায় মন, তোমার সুবাস ভরা স্বপ্ন মদিরায়! তোমার সৌরভ, সুধায় ভরুক বসুন্ধরা, দূর হয়ে যাক, সব দুঃখ জ্বরা! চারিদিকে ছড়াও তব রুপের ডালি, দূর হয়ে যাক সব মনের…