-
কালের যাত্রী, জ্যান্ত লাশের গন্ধ
কালের যাত্রী মো: হাতেম আলী নামেই শুনি প্রণোদনা না পায় কোন দুস্থজনা যায় না চেনা কে কোন জনা চতুর্পাশে প্রবঞ্চনা ; কাঙাল বেশে খাচ্ছে চুষে বিচারকর্তা দেখছে বসে- নেড়ি কুত্তা আগে-পিছে সকাল-সন্ধা আনাগোনা চিতায় পোড়া মরা লাশের নামেও হচ্ছে হুলিয়ানা। কেউ তো নহে ছোটবড় জগতময়ী মায়ের কাছে সন্তানসম আদর-স্নেহে কাছে টানে সে ভালোবেসে ; তুই কেন আজ রাতকানা দেখেও কেন দেখিস না মা -? হাড়-মাংস খাচ্ছে গিলে হারামীর দল পাটায় পিষে জ্বলে অঙ্গ জ্বলে মাগো আজ দেখে ওরা অট্টহাসে। চেনা যে দায় আসল-নকল সবই যেনো মায়াজাল খরিদ করে এনে ঘরে ভেঙে দেখি এ মাকাল ফল ! কথা কাজে মিষ্টি…