-
কথোপকথন
কথোপকথন শফিক নহোর আমি তখন নতুন মোবাইল ফোন কিনেছি, কারও মোবাইল নম্বর আমার কাছে নেই । কেউ আমার কাছে ফোন দেয় না, আমিও কাউকে ফোন দিতে পারি না । তার বিশেষ কারণ হল, কারও নম্বর জানি না।সেদিন হুট করে পথের মধ্যে আমার এক বন্ধুর সঙ্গে দেখা । -কেমন আছিস বন্ধু?’ – কোথায় থাকিস,কি করিস । বিভিন্ন ধরনের কথাবার্তা হল দুজনের, স্কুল-কলেজের অনেক স্মৃতি । অনেক দিন পরে দেখা কত রকম কথা মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে । সুমনের কাছ থেকে আমি যখন বিদায় নিচ্ছি; তখন বলে উঠল, – তোর মোবাইল ফোন আছে?’ -মোবাইল নম্বরটা দে?’ মনের ভেতর এক ধরনের শক্তি…