-
টুনটুনি, একটি স্বপ্নের মৃত্যু
টুনটুনি পথিক জামান টুনটুনি তোমার টুনটুন শব্দ আমার ঘুমঘুম ভাবকে দূর করে দেয় ধীরে ধীরে – তোমার অদ্ভুত চঞ্চলতা আমাকে মুগ্ধ করে সারাক্ষণ, সবুজ পাতার আড়ালে তোমার বাসার সন্ধান আমি জানি, চিকচিক যুগল ছানার ক্ষুধার্ত চিৎকারে তুমি পাগল প্রায়, তাই দূরন্ত ছুটাছুটি ডাল হতে ডালে, সবুজ পাতায় নরম তুলার শৈল্পিক বুননি পরম আরাম দেয় চরম শীতেও নিশ্চয়। অবুঝ শিশুটি বারবার হাত বাড়ায় তোমার স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষায়- কাঁদে,আবার মাকে ডাকে ইশারায় ধরে দিতে তোমাকে, সন্তানের অপূর্ণ সাধ মেটাতে শিশু মাতা তোমাকে মুষ্ঠিবদ্ধ করতে চায়, নিজের শিশুর মুখে হাসি দেখার জন্যে, কখনো ভাব না তুমিও মা, বাসায় যুগল ছানা তখনো…