-
বিবাগী মন, বিষণ্ণ বাতাসে, উৎসব
বিবাগী মন আদ্যনাথ ঘোষ বারোয়ারী বসন্ত জীবনের যতোসব সাধ-আহ্লাদ কোথায় হারিয়েছে সেই দিন তার বিষণ্নতায় যেন হৃদয়ের চত্বরে মুঠো মুঠো রোদ্দুর আজ বিবেকের ক্ষয়িষ্ণু হাটে। স্বপ্নময় আশান্বিত বৃক্ষেরা উপড়ে গেছে হায়! কালবৈশাখী ঝড়ে। স্রোতসিনী যমুনায় জেগে গেছে চর প্রেমময় রাধার খেয়াঘাটে প্রসন্ন হৃদয় থেকে গানের পাখিরা উড়ে গেছে অই বিন্দু বিন্দু জলকণার মন্ত্রিত মেঘমালার কাছে গভীর আঁধারের জ্বালাময়ী-দুঃসহ দুঃখমালা শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরছে অবিরত। সবকিছু কেনো আজ ঝাপসা মনে হয় কেনো উড়ে যায় বিদগ্ধ বিবাগী মন সর্বহারা বাউলের বিষাদিনী একতারা করুণ সুরে। কেন পুনশ্চ গায় হারানো সেই গান …. আরও পড়ুন আদ্যনাথ ঘোষের কবিতা- স্মৃতিছায়া দেহের ভাঁজে কত পথ…