• আজি-বৈশাখে
    কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

    আজি বৈশাখে

    আজি বৈশাখে ফকির শরিফুল হক   এলো বৈশাখ অবশেষে চৈত্র শেষে চৈত্রের পুরো মাস পার্বণে আগমনী বৈশাখী নবান্নে, শিব পূজা আর প্রতি হিন্দু পাড়ায় অষ্ট গানে চৈত্র সংক্রান্তির দিনে আামাদের গাঁয়ে জদ্দারদের উঁঠোনে। যুগ যুগান্তরের উৎসব, আজি অনুভবে শৈশব দূর গ্রাম হতে আসা ভিন্ন বেসে সন্যাসী চালানে, নেঁচে গেয়ে সন্যাসী দল ঢাক ঢোল কাসার তালে গভীর রাত হতে শেষ চৈত্র সকালে। আজি বৈশাখে মুছে যাক ব্যর্থ গ্লানি বিষাদের বাঁক বৈশাখ স্বপ্ন সাহসে নবরুপে তুমি সবুজ উর্বর ভূমি, প্রিয় মুখ সুখ বলে কানে চুপি চুপি থাকুক বাঙলা প্রাণে উদাস বাউল নব জাগ্রত প্রাণে গেয়ে বৈশাখী গানে। খরতাপ সূর্যের হাঁসিতে জেগে সুবজ…

error: Content is protected !!