-
ব্যবধান, অতীত ফিরে দাঁড়াও, হৈমন্তি ভালবাসা
ব্যবধান জহুরা আক্তার ইরা এক মাটিতেই জন্ম সবার এক আকাশ তলে বাস তবু কারো মনে খুশির জোয়ার কেউ ফেলে দীর্ঘশ্বাস। কেউ গড়ে তোলে অট্টালিকা কারো বাস কুঁড়ে ঘরে, বাস্তুহারা হয়ে কেউ কেউ ঘুরে ফেরে দ্বারে দ্বারে। কারো শরীরে বাহারী পোশাক কেউ দামী গাড়িতে ঘোরে যে গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে কত প্রাণ যে অকালে ঝরে। কারো ঘরে রাখা সুস্বাদু খাবার পোষা কুকুরের তরে আধা পোয়া পেটও পায়না খাবার কেউ অনাহারে ধুকে মরে। আসামিরা সবাই নয়কো পাপী তবু নির্মম বিচারের খেল পাপ করে কেউ পার পেয়ে যায় কেউ বিনা পাপে খাটে জেল। চাবুক ধরেছে রক্তপায়িরা অন্যেরা পিঠ পেতে বিস্ময় জাগে নিষ্ঠুর…