-
তৃষ্ণা, অকাল মরণ, করো দীর্ঘজীবী
তৃষ্ণা অঞ্জলি ভৌমিক পাখ পাখালির তৃষ্ণার ঠোঁট জল নাই নদী তীরে, সব নদী জল বাষ্পে উড়িয়ে মেঘ ফিরে গেছে নীড়ে। জলের সাথে মধু মিলনের দিন গুনে তবু পাখি, ছন্দে ছন্দে জোষ্ঠ্যের কালে আনমনে যায় ডাকি। ভরা পূর্ণিমা ভরা যৌবন মরে মরে ফের বাঁচে, মেঘ ফিরে আর আসে না বুকের বামপাশটার কাছে। রোদেলা দুপুরে ঘুম বেঁচে পাখি আঙিনায় যাচে জল, নদীর গভীরে ক্ষত করে আনে বৃষ্টি ছলাৎ ছল। অকাল মরণ ইচ্ছে করে দরজা খুলে আকাশটাকে লুকাই ঘরে, বাতাসটাকে যত্ন করে হাতের মুঠোয় রাখি ভরে। ইচ্ছে করে স্বপ্ন হাজার বিলিয়ে দিতে তাদের মাঝে, স্বপ্ন যাদের চোখের পাতায় পড়েই থাকে সকাল…