মযলুম মুসাফির মূলত একজন কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ: ঘটক বাবু। তিনি ১৯৭৩ সালের ১৭ আগস্ট, পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

  • কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    আমার সংসার

    আমার সংসার মযলুম মুসাফির   যেদিন আমার এ সংসারে আসলো ছেলের মায়ে, অসীম পথের যাত্রা কিছু শিখলো কঠিন ঘায়ে। বাপের বাড়ি শেখেনি কাজ, মায়ের স্নেহের ধন, এখন সেটা করতে গেলে ঘটায় অঘটন। পানি টানা রান্না করা কাপড় ধোয়ার কাজ, করছে বটে, কপালে তার ভাঁজের পরে ভাঁজ। সেদিন আমায় নাক ফুলিয়ে বলছে অনেক রাতে, এই সংসার এমন করে কোন পাগলে পাতে! আমি বুঝি আসলে তার নাই সংসার জ্ঞান, তাইতো আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর ঘ্যান। একটুখানি বকা ঝকায় গুটিয়ে ফেলে ব্যাগ, আমি ভাবি এবার বুঝি করবে আমায় ত্যাগ। আবার তারে আদর করে কাছে টেনে আনি, সাথে সাথেই সব অভিমান ভোলে অভিমানী।…

  • দয়ার-সাগর
    কবিতা,  মযলুম মুসাফির,  সাহিত্য

    দয়ার সাগর, ফরিয়াদ, মরণ

    দয়ার সাগর মযলুম মুসাফির   আল্লাহ তুমি দয়ার সাগর দয়ার নাইকো শেষ, আমি যে অধম এত গুণ আমি কেমনে করিব পেশ। সাত সাগরের পানি কালি হলে আরো আছে যত নদী, কলম করিয়া জগতের গাছ লিখি যদি নিরবধি। শেষ হবেনাকো গুণকীর্তন যতদিন আছি ভবে, পরতে পরতে তোমার গুণের কতকিছু বাদ রবে। তোমার তুলনা তুমি শুধু খোদা সকল রাজার রাজা, কত পাপ করি তবু এ নাদান পায়নাকো কোনো সাজা। দয়ার সাগরে ডুবে আছি খোদা দয়ার সাগরে ভাসি, আমার লাগিয়া বিচারের দিন রেখ দয়া রাশি রাশি।   ফরিয়াদ আসমান থেকে আবু বকরের ফের দাও খোদা আজ, সবে দেখেনিকো কেমন ছিলেন মহান দিল দরাজ।…

error: Content is protected !!