-
ভালো মানুষ হওয়ার শিক্ষাই প্রকৃত শিক্ষা
ভালো মানুষ হওয়ার শিক্ষাই প্রকৃত শিক্ষা জয়িতা শিল্পী ‘সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায়- কিন্তু কখনও হাল ছাড়ে না।’ বাংলাদেশে পুলিশে যোগদান করে জীবনের অনেক বৈচিত্রময় ঘটনার অনুসন্ধান করতে হয়েছে। অভিজ্ঞতার ভান্ডারে জমা হয়েছে জটিল জীবন কাহিনী। যুক্ত হয়েছে বহু নাম। নিখোঁজ হওয়া সুমাইয়া আক্তার শিমু, কবিতা, নিপা, সোমা, আনিকা, চম্পা, এরা যেন খুবই পরিচিত। বিভিন্ন সময় নিখোঁজ সংবাদে এমন সব নাম পাওয়া যায়। হারিয়ে যাওয়া কিশোরী কন্যাকে খুঁজে পেতে বাবা-মায়ের যে কত ছুটাছুটি আর টেনশন তা শুধু ভুক্তোভূগীরাই জানেন। বাস্তব ঘটনার বিশ্লেষণে নবম থেকে দশম-একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সংবাদ বেশি পাওয়া যায়।…