-
মরুর দুলাল, মরু-ভাস্কর, কবিতার ফুল
মরুর দুলাল ইনামুল হাসান মিসবাহ তোমার ছোঁয়ায় ধন্য হলো তুচ্ছ মাটির ভূমি, সব মানুষের সেরা মানুষ মরুর দুলাল তুমি। মা আমিনার নীড় কুটিরে আসলে তুমি ভোরে, তোমায় পেয়ে হাসলো ধরা, সালাম তোমার তরে। আঁধার রাতে জ্বাললে আলো, উজল হলো সব, মরুর বুকে জাগলো সাড়া, উঠলো বিজয় রব। খোদার প্রিয় হাবীব তুমি, সব নবীর-ই সেরা, সকল ভালো গুণে তোমার জীবন-সীরাত গড়া। সাম্য-মৈত্রী আনলে ধরায়, বইলো খুশির বান, নীচ-বড়লোক সবার কাছেই তুমি তাদের প্রাণ। মরু-ভাস্কর মূর্খতার আঁধারে ডুবে ছিলো দুনিয়া, তুমি এসে জ্বাললে দ্বীনের আলো, প্রতিটা প্রহর জুড়ে ছিলো ভয়-শংকা, তোমার পরশে সব বদলে গেলো। …