আনন্দ বাগচী (জন্ম: ১৯৩২- মৃত্যু: ২০১২ খ্রি.) ছিলেন একাধারে একজন কবি, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক ও সম্পাদক। তিনি ১৯৩২ খ্রিস্টাব্দের ১৫ মে পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালী ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: স্বগতসন্ধ্যা, তেপান্তর, উজ্জ্বল ছুরি নীচে, বিস্মরণ, শ্রেষ্ঠ কবিতা ; কাব্যোপন্যাস: স্বকাল পুরুষ, স্বপ্নের দৌড়; গল্পগ্রন্থ: রাজ যোটক, শ্রেষ্ঠ গল্প; উপন্যাস: চকখড়ি, বিকালের রঙ, রাতের বাসা, প্রথম প্রেম, ছায়ার পাখি, চাঁদ ডুবে গেলে, সকলেই মেয়ে নয়, এই জন্ম অন্য জীবন, ফেরা বা ফেরা; গোয়েন্দা উপন্যাস: যাদুঘর, অদৃশ্য চোখ, গ্রহণের ছায়া, রাতের তীরন্দাজ, অদৃশ্য মৃত্যুর ছক; কিশোর উপন্যাস: কানামাছি, বনের খাঁচায়, মুখোশের মুখ, মৃত্যুর টিকিট, ভূত রহস্য, হিল হাউস রহস্য, ছো, মালয়ের জঙ্গলে, ছেলে ধরা, পরমায়ু; প্রবন্ধগ্রন্থ: সাহিত্যির নানা রকম, সাহিত্য সূত্রে; রম্যগ্রন্থ: নাচের পুতুল, বকলমে, চালচিত্র; নাটক: রূপান্তর, সমাধান; অনুবাদগ্রন্থ: মাদাম বো ভারি-গুস্তভ ফ্লবেয়ার, জন্তা অ্যান্ড কোং; সংকলনগ্রন্থ: প্রথম সাড়া জাগান গল্প, প্রথম সাড়া জাগান কবিতা।

error: Content is protected !!