অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছেত ১৯৭৩ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারিতে পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামে জন্মগ্রহণ করেন।   তাঁর লেখায় চলমান জীবনের বাস্তবতা এবং গ্রামীণ জীবন চিত্র সুন্দরভাবে ফুটে ওঠে। গ্রামের প্রাচীন শব্দ সম্ভারকে পূনুরুদ্ধার ও  লেখায় সংরক্ষণ করার চেষ্টারত আছেন।

error: Content is protected !!