খ ম আব্দুল আউয়াল (১৯৫১-২০২০ খ্রি.) একজন লেখক ও গবেষক। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গবেষণা ও প্রকাশনা বিভাগের সাবেক পরিচালক। প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। ষোড়শ শতকের কবি ও কাব্য, দৃশ্যমান ভাষা : ভাষাপত্র, সমালোচনা ও আমাদের সাহিত্য-সমালোচনা, উচ্চ শিক্ষার গতি প্রকৃতি, উনিশ শতকের বাংলা সাময়িকপত্র সমীক্ষা; প্রবন্ধ: গ্রন্থ ও গ্রন্থাগার; কাব্যগ্রন্থ: অস্ফুট বাক। তিনি ১৯৫১ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাগরকান্দী ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ খ্রিষ্টাব্দের ২৮শে মে মৃত্যুবরণ করেন।

error: Content is protected !!