-
কোরাস: বিভেদের ঊর্ধ্বে মানবতার জয়গান
কোরাস: বিভেদের ঊর্ধ্বে মানবতার জয়গান আলতাব হোসেন কবি মজিদ মাহমুদের কবিতা ‘কোরাস’ এক অনন্য মানবিক আবেদনপূর্ণ রচনা, যা সমাজ, সংস্কৃতি এবং ধর্মের ভিন্নতা সত্ত্বেও মানুষের সম্প্রীতি ও একাত্মতার প্রতি আহ্বান জানায়। কবিতাটির প্রতিটি স্তবকে কবি দুই ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী চরিত্রের মধ্যকার সম্পর্ক এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এই কবিতা মূলত মানবিক ঐক্যের জয়গান, যা একাধারে ইতিহাস, সংস্কৃতি এবং ব্যক্তিগত অনুভূতির মেলবন্ধনে রচিত। কবিতার শুরুতেই কবি গভীর এক শোকের সুরে লেখেন, “তুমি পদতলে পিষলে- আমি পোড়ালাম আগুনে / খুব কাঁদলেন আমাদের এই অধপতন মা শুনে।” এখানে কবি সমাজে সংঘর্ষ এবং বিভাজনের যন্ত্রণা প্রকাশ করেছেন। দুই ভিন্ন সম্প্রদায় নিজেদের অহংকারে বিভক্ত, অথচ…