৭ই-মার্চ-১৯৭১
কবিতা,  ফকির শরিফুল হক,  সাহিত্য

৭ই মার্চ ১৯৭১, সুদীর্ঘ নয় মাস

৭ই মার্চ ১৯৭১

ফকির শরিফুল হক

 

৭ই মার্চ ১৯৭১
সেদিনও ফাগুনের বাতাস ছিল কোটি বাঙালির নিশ্বাসে,
তবে বসন্তে ছিল পাক কোকিলার জলুম দখলের লালসা
ভিতু থিতু ভয়ে বাঙালি অনিশ্চিত বিশ্বাসে,
দিশেহারা জাতি, নিস্তব্ধ পথঘাট স্তব্ধতা আকাশে।

মনো মেঘাচ্ছন্ন ঘোরে কোটি বাঙালি
হঠাৎ জাগ্রত জনতা এপার ওপার,
টেকনাফ তেতুলিয়ার আকাশ পাতালে
ঐক্য দেশমাতৃকা নিজ সত্বা রক্ষায় বৃদ্ধ আবাল।

কবি দেখিয়েছেন দিক, বজ্র হুংকারে তর্জনী নির্দেশ
কণ্ঠ স্ফুলিঙ্গ বারুদ লাভায় মাটি রক্ষার আদেশ,
আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় মহামানব সুর
স্বাধীনতা স্বত্বার ডাক শুনেছে বাংলা, শুনেছে বিশ্বসমুদ্রর।

কবির কণ্ঠে সেদিন দেশাত্মবোধ ছিল
ছিল স্বাধীনতার নেশা,
দৃঢ় মুক্তিতে ব্রতমুখোবয়ে ছিল কোটি জনতার ভাষা
মন্ত্রেজাদুর সে কাব্যিক সুর আরও একবার বলি;

এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারে সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম
মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব
ইনশাআল্লাহ্‌।

আরও পড়ুন ফকির শরিফুল হকের কবিতা-
ভাষা শহিদ স্মরণে
এ ক্রান্তিকাল শেষে

 

সুদীর্ঘ নয় মাস

সুদীর্ঘ নয় মাস
অভিশপ্ত অমাবস্যার মধ্যরাত ঘুমন্ত বাংলা কোটি প্রাণ
নিমিষেই বিষাদের সুর, পাক শুয়োরের অযাচিত হিংস্রতা,
ঋতুরাজ বসন্তে রক্ত প্লাবন গগণবিদারী আর্তনাদে মানচিত্র বুক।

নিরস্ত্র বোধ বিবেক দিশেহারা টেকনাফ তেতুলিয়া
পাক দানবের উন্মাদনার বিভৎসতায় ভারী হয় বাতাস,
নিশ্ছিদ্র নির্বিচারে চলে বর্বরোচিত গণহত্যা
কান্নায় ভারী হয় কোটি শ্বাস।

সুদীর্ঘ নয় মাস
চারদিকে হাহাকার কোটি চোখে অসহায়ত্বের কান্না
কামান বারুদের গন্ধ ধোঁয়ায় মলিন হয় সবুজের বুক ,
হত্যা লুণ্ঠনে আর আগুনে ভস্মীভূত লক্ষ বর্গমাইল
হাজারো মা বোনের ধর্ষণে বোবা হয় ভাই পিতা!

বেয়নেটর খোঁচায় রক্তাক্ত দেহের গোঙরানিতে বাতাস স্তব্ধ হয়,
অরণ্য আকাশ শ্বাসে ভস্ম আর রক্ত লাশের গন্ধ,
পাক দানবের পৈশাচি উল্লাসে সুর দেয় রাজাকার আলসামস আলবদর।

সুদীর্ঘ নয় মাস
হায়েনা শুকুনদের দাপটে বিষাদে রক্ত সাগরে ডুবে যায় শান্তির খেয়াঘাট,
নির্বাক নিস্তব্ধ জনতার অসহায়ত্বে টলেনি জারজ বেজম্মাদের বোধ বিবেক,
যান কলকারখানা শিক্ষা বিবেক করেছে জখম!

হাজারো সখিনা বোনের সম্ভ্রম ছিনির অট্টহাসিতে
কি নিদারুণ নিষ্ঠুর দুঃস্মৃতির নয় নয়টি মাস,
এক সাগর রক্তের ঢেউয়ে সহসাই ভেসে যায় স্বদেশ বুক
স্বজন হারিয়ে প্রিয় মুখ বুক, ভিটে মাটি সুখ।

সুদীর্ঘ নয় মাস শেষে তব অবশেষে
এলো সে ক্ষণশ্বর ক্ষণে বাংলার বুকে,
স্বাধীন লাল সবুজের পতাকা উঁচিয়ে
মানচিত্র এক নাম তার স্বাধীন সার্বভৌমত্বে।

দেশ মাতৃকায় ভ্রুণে ভূমিষ্ট এক দেশ শিশু
নাম তার স্বাধীন বাংলাদেশ।
সেখানে কি দেখা দেবে বেহুলার ঢল, কৃষ্ণের বাঁশি, জোছনাভোর?

আরও পড়ুন কবিতা-
চাইনি এমন স্বদেশ
দেশের মাটি
খুঁজি স্বাধীনতা
দূরবর্তী তুমি একাত্তর

 

ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

৭ই মার্চ ১৯৭১

Facebook Comments Box

ফকির শরীফুল হক মূলত কবিতা লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: সত্যের ভোর। তিনি ১৯৮২ খ্রিষ্টাব্দের ১৬ই নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত দুলাই ইউনিয়নের চরদুলাই গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস একই উপজেলার হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রাম।

error: Content is protected !!