হৃদয়পটে, আসবো ফিরে, দহন দাবানল
হৃদয়পটে
এখানে আকাশ নীল
জমিনের বিস্তৃত সুবিশাল পরিসরে
নির্জনতায়, নিঃশব্দে
সাড়ে তিন হাত মাটির হৃদয়ে
ঠিকানা হয়েছে তোমার।
তোমার রেখে যাওয়া আনন্দ বেদনাগুলো
করে বাস অবিচ্ছেদ্য আত্মীয়ের মতো-
আমার হৃদয় পিঞ্জরে।
ঋতু যায় ঋতু আসে
জীবন শুধু যেতে পারে
না ফেরার দেশে।
তুমি তো নিসর্গের মতো-
আপন আত্মার বিচ্ছেদে হয়েছো বিলীন,
হাত রেখেছি আমি
তোমার নিথর দেহে, শীতল কপালে-
শেষ স্পর্শের অনুভূতিটুকু নিয়ে
আমিও হয়েছি বিলীন।
তবুও ব্যথার নীল বেয়ে জ্বলে ওঠে অন্য এক সুখ।
পূর্ণিমার চাঁদ, স্নিগ্ধ হাওয়া, পাখির কলতান
আকাশের নীলে তোমার বসতি
যেনো নতুন দিনের মতো পুবাকাশে
নতুন জীবন।
তোমার প্রেরণাগুলো ঘাসফুল হয়ে রয়
তোমারই জমিন পরে,
যেনো দিনান্তের দীর্ণ সীমানায়
ব্যথার জমিনে চলে সুখের আবাদ।
হৃদয়ের হৃদয়পটে
তুমি ছিলে, আছো, থাকবে
চিরকাল।
আরও পড়ুন কবি পূর্ণিমা হকের কবিতা-
অষ্টাদশী মন
ফেরা হয় যদি আবার
সম্পর্ক
আসবো ফিরে
জীবন সায়াহ্নে যদি সাইক্লোন নামে
যদি তৃষাদীর্ণ জিজ্ঞাসারা প্রশ্নবোধক চিহ্ন আঁকে
হৃদয়পটে-
তবু আসবো ফিরে
আমি বারবার
তোমাকেই দেখতে
সময়ের সৌম্য স্রোতে।
আমি আসবো ফিরে
হাজার সঙ্কুল পেরিয়ে
প্রবল বায়ে-
আঘাতে আঘাতে জর্জরিত মনে
তোমাকেই দেখতে
বিশ্বাসের বাতিঘরে।
পথ যদি হয় পর্বত সমান
চলতে চলতে ক্লান্ত দেহমন
ক্ষণিকের ক্ষণে জুড়াবো এ মন
অন্তরের আকুলতায়-
তবু আসবো ফিরে
আমি বারবার
তোমাকেই দেখতে
চৈতন্যের পার ভেঙে।
যদি গোধূলির আভা অস্তাচলে যায়
বিষিত বিশ্ব বদলেও যায়
তবু শতকাল পার হয়ে
পূর্ণতার প্রান্ত ছেড়ে
আমি আসবো ফিরে
তোমাকেই দেখতে।
জীবনের সঞ্চিত স্বাদ
যদি মিশে যায় মানুষের মিছিলে
অনন্তকাল, মহাকাল ধরে রবো অপেক্ষায়
সময়ের শব্দ শুনে, তির্থীত মনে
চাতকির মতোন-
তোমাকেই দেখতে।
তবুও আমরণ তোমাতেই আসবো ফিরে
আমি বারবার
আহত মনে-
সূচনার স্মৃতি নিয়ে
তোমাকেই দেখতে।
দহন দাবানল
শূন্যতার কুঁড়ে ঘরে
বিশ্বাসের মেঘ এসে লুকোচুরি খেলে।
মন খারাপের নিঃসঙ্গ রাত্তিরে
কাদামাখা স্মৃতিরা ডেকে যায়
উদার আকাশতলে,
নিভৃত বাসনার বেড়াজালে।
নিঃশব্দের দেয়াল ভেঙে
ভেসে আসে ক্রান্তিকালের মনভেজা গান
সফেদ ফেনার মতো ঢেউ জাগে
বিষাদ-সমুদ্রে।
জীবনের সবুজাভ নিসর্গ
দহন-দাবানলে পুড়ে গ্যাছে কবে
নিজস্বতা বিকে যে সুখ কেনা যায়
সুখ সেতো নয়
সে যে এক আগুন-অসুখ;
ঘুণেধরা মরা ডালে
না ফোটা মুকুল
ভুল জীবনের আঁচলে
বিষের বকুল।
চৈতিমনের চৌচির প্রান্তরে
শান্ত্বনার মেঘ চায় তৃষ্ণিত মন,
আঁধারের বাঁকে বাঁকে
স্বপ্ন খোঁজে জোছনাহীন চাঁদ।
ঝরাপাতা ঝরে যায় টুপটাপ শব্দে
শহুরে বাতাস এসে ফিরে যায়
মেঠোজীবনের দোর থেকে।
আরও পড়ুন কবিতা-
হৈমন্তী ভালোবাসা
শ্রাবণ ধারা
রাতের মিনার
ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
হৃদয়পটে