হায়রে-মুঠোফোন
কবিতা,  পথিক জামান,  সাহিত্য

হায়রে মুঠোফোন, একুশ বছর আগেকার কথা বলছি

হায়রে মুঠোফোন

পথিক জামান

 

হায়রে মুঠোফোন
তোর কারণে হয়নি পাওয়া আমার প্রিয়জন।
তোর কেন হয়নি জনম একুশ বছর আগে,
মনের ব্যথা উথলে উঠে দুঃখে মরি রাগে।
জানিস কি তুই আমার ব্যথা? আমি কত দহি?
প্রিয়জনের সুখের লাগি সব নীরবে সহি,
কেন এত পরে আইলা আমার তো সব শেষ,
আমার প্রিয়া ঘর বাঁধিয়া সুখেই আছে বেশ।
আমার প্রিয়ার চোখের কাজল বাঁকা ঠোঁটের হাসি,
সবই এখন অতীত স্মৃতি, সবই এখন বাসি।
তুই যদি মোর থাকতি ঘরে হইতো যোগাযোগ,
তাহলে কি আমার প্রিয়ারে অন্যে করে ভোগ?
যোগাযোগের পথ ছিলো না চিঠিপত্র ছাড়া,
প্রিয়ার খবর নিব আমি কোন বাহনের দ্বারা?
পরে যখন জানতে পারি আমার খবর ভুল,
গায়ে এসে ফুটলো যেনো হাজার অলির হুল।
হায়রে কপাল পোড়া,
কোনকালেই ভাঙ্গা কপাল লাগেনি আর জোড়া।
কতজনের মিলন ঘটাস হায়রে মুঠোফোন,
আমার কাছে তোর আর কোন নাইকো প্রয়োজন।

আরও পড়ুন কবি পথিক জামানের কবিতা-
মাছ-বিল-পাখি-পদাবলি
আমার গানের পাখি
ভালোবাসি যারে

 

একুশ বছর আগেকার কথা বলছি

একুশ বছর আগেকার কথা বলছি,
একদিনও তুমি জানতে চাওনি কিভাবে আমি চলছি।
একটুখানি ভুলের তরে
কাঁদলাম আমি জীবন ভরে
এখনো আমি বিরহ অনলে তিল তিল করে জ্বলছি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

যুগ যুগ ধরে কাঁদিতেছি আমি
আমি জানি জানে অন্তর্যামী
শত প্রবোধেও তবু না আমি বিন্দু খানেক গল্ছি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

কত হাসি কত স্নেহ মাখা দান,
আজও স্মৃতিতে রয়েছে অম্লান,
শত ব্যথা শত অপমান আমি চিরদিন পায়ে দলছি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

তুমি আছো জানি হাসি আর গানে
শত ব্যথা বাজে আমার প্রাণে
এমনি করে ক্লান্তি ভরে প্রতিদিন আমি টল্ছি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি

নিজেকে নিজে করিনিকো মাফ,
তাই মনে আজও এত পরিতাপ,
দুখের দহনে প্রতিশোধ নিতে নিজ কান নিজে মল্ছি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

আসিবে তুমি আমার ঘরে
আজকে না হোক দু’দিন পরে
প্রতিদিন আমি এমনি করে নিজেই নিজেকে ছল্ছি
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

যখন ভাবি তুমি ঘরে নাই,
অন্তর পুড়ে হয়ে যায় ছাই,
বাড়ি ফিরে এসে রাগে রাগে ভাঙ্গি
ঘরের মাটির কলসি,
আমি একুশ বছর আগেকার কথা বলছি।

আরও পড়ুন কবিতা-
সাবাশ বাংলাদেশ
সময়ের দাবি
বসন্ত কোকিল

 

 

ঘুরে আসুন আমাদের সুজানগরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

হায়রে মুঠোফোন

Facebook Comments Box

পথিক জামান মূলত একজন কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ: প্রেমের পরশ, শ্যামলী রানী। তিনি ১৯৬৮ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত মানিকহাট ইউনিয়নের বোনকোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!