স্মৃতিতে অম্লান, বদল
স্মৃতিতে অম্লান
জহুরা ইরা
ওগো রফিক, শফিক, ছালাম, বরকত, জব্বার,
মোদের স্বশ্রদ্ধ সালাম লহ লক্ষ হাজার বার।
দেখিনি তোমাদের তবু মনে হয় কত না যুগের চেনা
সকল কাজে কথার মাঝে, তোমাদের দান কভু ফুরাবে না।
কে বলে তোমরা মরে গেছ? কে বলে পাশে নাই?
আছ মনের গভীরে স্মৃতিতে, লেখনিতে পেয়ে বর্ণমালায় ঠাঁই।
অ-আ-ক-খ বর্ণ দিয়ে যখন লিখি মনের কথা,
প্রতি বর্ণ তোমাদের মুখচ্ছবি, হেসে বলে মোরা হেথা।
গভীর আবেগে হৃদয়ের কথা, যবে লিখি কাগজের বুকে,
তোমরাই যে সাহস যোগাও কালিতে মিশে থেকে।
দুটি ঠোট ছুঁয়ে বেড়িয়ে আসা মনকাড়া সব ধ্বনি,
সে ধ্বনি তোমরা তাই ঠোঁট ছুঁয়ে থাকে তোমাদের মুখখানি।
মনের গভীরে গড়ে উঠা তিল তিল ভালোবাসা,
সে সব যে তোমাদের দান, সেথা তোমরাই বেঁধেছ বাসা।
রক্তরাঙা শিমুলকে শুধাই, “এত লাল তুমি পেলে কোথা?”
বলল, “ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলেছিল যেথা।”
শুধাই ছোট্ট পাথর কুচিরে, “এত লাল রং কোথা পেলে?”
বলে, “ভাষা শহীদদের শেষ রক্তবিন্দু নিয়েছি বুকে তুলে।
তাদের স্মরণে রাঙি রক্ত রঙে, ফেব্রুয়ারি এলে
শির উঁচু করে জানাই শ্রদ্ধা, শহীদদের কেউ যেন না ভোলে।”
ওগো শহীদ, তোমরা আছ পাখির গানে, ফুলের বনে নদীর কলতানে
আছ পাতার মর্মরে, ফসলের গন্ধে, নিক্কন আর রমণীর লাজ রাঙা মনে
অমর ভাষা শহীদ, তোমরা ছিলে, আছো, থাকবে ততদিন
বাংলাদেশের একটি শিশুও ‘মা’ বলে ডাকবে যতদিন।
আরও পড়ুন জহুরা ইরার কবিতা-
খুঁজি স্বাধীনতা
হৈমন্তী ভালোবাসা
বদল
বদলে যাচ্ছে মানুষ
বদলে যাচ্ছে যুগের হাওয়া
কে বদলে দিচ্ছে যুগ?
নাকি যুগকে বদলে দিচ্ছে মানুষ?
কিছু কিছু মানুষের দিকে তাকিয়ে আমার
হৃদয়, চোখ থেকে থেকে বন্ধ হয়ে আসে।
ভয়ের তাড়ন দেহের সব শোনিতকে শুষে নেয়
ভীতির দীর্ঘ গ্রীবার মধ্যে লুকিয়ে আছে-লোলুপতার হিংস্রতা
জিরাফের মত গলা বাড়িয়ে আছে লোভাতুর মানুষ
তাদের হাতের নখর, যেন হায়েনার থাবা
চোখের দৃষ্টিতে ফোটে চিতার আদল
চেঙ্গিসি হিংস্রতা ঢেকে দিয়েছে প্রত্যয় দৃপ্ত মুখ
একদিন যে হাতের পরশে ঊষর মরুভূমিতে ফসল ফলতো
বিশ্বাসের উজ্জ্বল পতাকা দৃঢ় ছিল যে হাতে
সেই হাতের কারসাজিতেই যত্রতত্র স্তুপকৃত অগণিত মানুষের মৃত দেহ
সবুজ সান্ত্বনার মাটিতে মানুষের রক্তের ছোপ ছোপ দাগ।
উজ্জ্বল আকাশ ভরে গেছে নবীন নিবু নিবু তারায়
আদিম চিৎকারে ভেঙ্গে যায় শিশুর নিরাপদ ঘুম
স্বপ্ন ভেঙ্গে যায় দুঃস্বপ্নের তাড়নে- বদলের শ্লোগানে
আর বদলে যাওয়া মানুষের বিকৃত স্বরে ৷
আরও পড়ুন কবিতা-
চাইনি এমন স্বদেশ
রাতের ভূচিত্র
প্রেমমৃত্তিকা
ঘুরে আসুন আমাদের সুজানগর এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে
স্মৃতিতে অম্লান