সন্ধ্যা
কবিতা,  পূর্ণিমা হক,  সাহিত্য

সন্ধ্যা, পথের বাঁকে, দূরত্বের ছায়াপথে

সন্ধ্যা

পূর্ণিমা হক

 

আমার ঘরের পাশে সজনে গাছে
যখন সন্ধ্যা নামে
শীতের শিশিরে,
বিহঙ্গরা নীড় খোঁজে।
সন্ধ্যা শেষে রাত আসে
বিস্মৃতির ব্যথা জমে মনে
হৃদয়ের অতল জমিনে।
কতদিন দেখি না তোমায়
সতৃষ্ণ নয়নে!
বিদায়ের বুকে নিয়েছ ঠাঁই
মাটির মমতা ছেড়ে-
অনন্তলোকে।
সান্ত্বনার মেঘেরা আনে আঁধারে আষাঢ়
আমার হৃদয়ে-
অস্বস্থির দাবানলে পুড়ে
অঙ্গারিত হৃদয়।
কোথায় হারিয়ে গেল আকাশি মন
সাদা-কালো হতাশার হিমে
নীল নীল কষ্টের বিষে!

আমার ঘরের পাশে সজনে গাছে
রাত শেষে ভোর হয় পাখির কুজনে।
সাদা সাদা ফুলেরা হাসে স্নিগ্ধ বাতাসে
প্রশান্তির হাওয়া লাগে আকাশি মনে,
অতঃপর দিবসের শেষে
যখন সন্ধ্যা নামে
অতল জমিন যায় ভরে
হতাশার হিমে।

আরও পড়ুন পূর্ণিমা হকের কবিতা-
মল্লিক বাড়ির চাঁদ
ভেতরবাড়ীর মাঠ
দহন দাবানল

 

পথের বাঁকে

তোমার পথের বাঁকে একদিন
হঠাৎ দেখা আমার, বহুকাল পর।
নয়নের গভীরতায় দেখেছি সেদিন
বিশ্বাস জ্বালিয়ে রেখে হৃদয় কাননে-
হয়নি তো কিছু বলা!
শুধুই থেকেছি চেয়ে অপলক নয়নে।
অনেক অস্থিরতায়
কেটেছে কিছুটাক্ষণ অশ্রুহীন বিষাদে
কষ্ট-ব্যথায়, না বলা কথায়
একাকীত্বে নিরুপায় হয়ে।
মনের আকাশ ছিল সেদিন
বেশ উত্তাল,
ইন্দ্রিয়ের উন্মত্ততায়
অব্যক্ত ভালোবাসারা উঁকি দিয়েছিল
নয়ন রোদের নেশায়,
উড়েছিল পাখির ঠোঁটে
কথা হয়ে গোধূলিবেলায়।
হয়নি তো কিছু বলা!
কষ্ট-কথারা রেখে গেছে শুধু বেদনার ছাপ
জীবন নদীর পাড়ে।
তখনও নামেনি সন্ধ্যা-
পড়ন্ত বেলায় অপেক্ষায় থেকেছি দুজন
শুধুই ঝরেছে জল নীরবে
তৃষিত হৃদয়ের হাহাকারে ।
হয়নি তো কোনো সম্বোধন হৃদয় কথায়
কেমন আছি আমরা দুজন?
শিখার মতো জ্বেলে অনুতাপ
ফিরিয়ে নিয়েছি মন দুজনে
বিপরীত পথের বাঁকে, বাস্তবতার পথে।
তবুও কথা হয়েছিল সেদিন দুজনের
ভালোলাগায়, নয়নের ভাষায়, অব্যক্ততায়।

 

দূরত্বের ছায়াপথে

নিস্তব্ধ চারিদিকে-
মেঘলা মন, বৃষ্টির অপেক্ষায়,
তোমার দূরত্বের ছায়াপথে
ছায়া ফেলে আমার বিরহী সুখগুলো।
তোমার অস্থির মনে
খেয়ালি ক্ষণে
আমার ভাবনার অনুতাপ।
অব্যক্ত কষ্টরা মেঘের ডানায় ভেসে
উড়ে চলে অচেনা পথে,
তেপান্তরে।
আমার ভেতরের আমি
আজো অদৃশ্য থেকে গেলাম
তোমার অন্তর্দৃষ্টির অগোচরে।
এখনও অধরা আমি
তোমার দূরত্বের ছায়াপথে।

নিশুতি নগরীর নীরবতার ভাঁজে
স্পর্শের অনুভূতিরা খুঁজে ফেরে
একান্তই তোমাকে।
চকিত নয়নের ভাষাগুলো আজ
অহর্নিশ জল হয়ে ঝরে
দূরত্বের ছায়াপথে।

আরও পড়ুন কবিতা-
লিপিকার আমিই তোমার
কবি ও কবিতা
বাংলার কৃষক

 

 

ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলফেসবুক পেইজে

হৃদয়পটে

Facebook Comments Box

পূর্ণিমা হক, একজন জনপ্রিয় কবি হিসেবে কবিতা প্রেমিদের মনে জায়গা করে নিয়েছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: কষ্ট নৈঃশব্দ্য, নীলান্তে নীল, কালের বেদিতে লাল কৃষ্ণচূড়া। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পুত্রবধু।

error: Content is protected !!